আনোয়ারায় জেলেদের জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙর

আনোয়ারা প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে একটি সাদা হাঙর। হাঙরটির ওজন ১৫০ কেজি। দৈর্ঘ্য সাত ফুট লম্বা।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গোপসাগরে আনোয়ারা উপজেলার উপকূলীয় গহিরা গ্রামের মোঃ ইকবাল ও মোঃ ইমরান নামের দুই জেলের জালে এ হাঙরটি ধরা পড়ে। পরে রাতে হাঙরটি নিয়ে উপকূলীয় রায়পুর খোর্দ্দ গহিরা উঠান মাঝির ঘাটে ফিরে আসে জেলেরা। বিশাল আকারের সাদা হাঙরটি দেখার জন্য স্থানীয়দের মাঝে কৌতুহল জাগে। হাঙরটি ৩২ হাজার টাকা দামে চট্টগ্রামের মৎস্য আড়তে বিক্রি করে দেন বলে জানায় জেলেরা।

স্থানীয় জেলেরা জানান, শনিবার দুপুরে উঠান মাঝির ঘাট থেকে ইঞ্জিল চালিত ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান উপকূলীয় কয়েকজন জেলে। সাগরে মাছ শিকারে পেক্ক্যজাল বসানো হলে সন্ধ্যার দিকে দুটি সাদা হাঙর ধরা পড়ে। পরে একটি হাঙর সাগরে পালিয়ে যায়। হাঙরটি বিশাল আকৃতির হওয়ায় একটি হাঙর নিয়ে রাতে উপকূল ঘাটে ফিরে আসে জেলেরা। ধরা পড়া হাঙরটি এই মৌসুমের বড় মাছ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রশিদুল হক জানায়, উপকূলীয় জেলেদের জালে ধরা পড়া হাঙরটি সাদা জাতের। এ মাছের বৈজ্ঞানিক নাম গ্রেট হোয়াইট শার্ক। হাঙর মাছ ধরা ও বিক্রি আইনে নিষেধ রয়েছে। তারপরও হাঙর কিছু মানুষ খেয়ে থাকে।

Scroll to Top