আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ’র বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা৷
বৃহস্পতিবার (১২) ডিসেম্বর বিকালে উপজেলার পারকি সমুদ্র সৈকতের লুসাই পার্কের সামনে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মূলত পারকি সৈকতের লুসাই পার্কের নতুন করে উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীরা বলেন, এই লুসাই পার্কে বসেই কাইয়ূম শাহ বিএনপি নেতা কর্মী ও স্থানীয় নিরীহ মানুষদেরকে মামলা-হামলা ও লুঠপাটের ষড়যন্ত্র করত। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে গেলেও নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সেই লুসাই পার্ক আবারও চালু করার পাঁয়তারা করছেন তিনি। আমরা লুসাই পার্কের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাই।
এ বিষয়ে লুসাই পার্কের বর্তমান স্বত্বাধিকারী মো. আকবর জানান, লুসাই পার্ক নতুন করে নির্মাণ করা হয়েছে। এখানে সকল পার্টনার আনোয়ারার বাহিরের। কাইয়ূম শাহ পার্টনারশিপে নেই। আমরা লুসাই পার্কের কাগজপত্র তৈরি করার সময় ও স্বাক্ষর করার সময় তার নাম দেখিনি। আগে তিনি রয়েছেন বলে, এখন নতুন লুসাই পার্ক নিয়ে কথা উঠবে তা উচিত নয়।
মানববন্ধনে আবদুল গফুর সাওদাগরের সভাপতিত্বে ও মঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নুর শাহেদ খান রিপন, পারকি বীচ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, আবদুল মালেক, রবিউল হোসেন, রফিক উদ্দিন রনি, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাসি, জিয়াউর রহমান জিয়া, মো সাদেক, মো ফারুক ও মো আতিক প্রমুখ।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ