আনোয়ারায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ : মামলার ৫ আসামির জামিন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় এজহারভুক্ত পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এ জে এম আরমান হাবিব।

জামিনপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।

এর আগে গত ৮ জুন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মারধর, জখম, হাড়ভাঙা ও ক্ষতিসাধনের অপরাধে এ মামলা দায়ের করেন।

থানায় মামলার পরে একই দিনে মধ্য রাতে আনোয়ারা চাতরী চৌমুহনী টানেল প্রবেশমুখ এলাকায় কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মোজাম্মেল হককে গ্রেপ্তারের চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের গুলিতে স্থানীয় ১২ ব্যক্তি গুরুতর আহত হয়। এছাড়া কর্ণফুলী থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য, গত ৭ জুন শুক্রবার বিকালে ঘোষিত বাজেটকে স্বাগত জানাতে আনন্দ মিছিল করতে গিয়ে আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উপজেলা আওয়মী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীসহ দুই গ্রুপের কয়েক ডজন নেতাকর্মী আহত হন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top