চাটগাঁ নিউজ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) আয়োজন করেছে “একাত্তর থেকে চব্বিশ, বাংলাদেশের স্বাধীনতার সিলসিলা” শীর্ষক একটি বিজয়ী সমাবেশ ও মিছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আহ্বানে উদ্দীপ্ত এই আয়োজনে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ থেকে বহদ্দারহাট মোড়কে শহিদ তানভীর চত্বর নামকরণের জোরদার দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, শহিদ তানভীরের অবদান ও আত্মত্যাগ স্মরণীয় করতে তার নামে এই চত্বর নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্যাডের সদস্য সচিব আবির বিন জাবেদ সঞ্চালনায় শুরুতেই বক্তৃতা রাখেন স্যাডের কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ। তিনি বলেন, আমাদের একাত্তরকে স্বীকার করে, সাতচল্লিশকে মনে রেখে চব্বিশের সিলসিলায় আগাতে হবে। কোনটারে কারও বিরুদ্ধে দাঁড় করানোর নোংরা পলিটিক্স যেন আমরা না করি।
চট্টগ্রাম মহানগর (স্যাড) সদস্য চৌধুরী সাকিব আরিফ বলেন, আমাদের সার্বভৌমত্বের উপর আওয়ামী লীগের প্রথম আক্রমণ বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যার মাধ্যমে এবং পূর্বে যে বিডিআর বর্ডারে বীরত্বের প্রমাণ দিয়ে আসতো, সেই বিডিআরকে ভেঙে বিজিবি নামকরণ করে তাদের বর্ডারের দারোয়ান বানিয়ে ছাড়ছে। কিন্তু এই পিলখানা হত্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদক্ষেপ নেই।
সমাপনী বক্তব্যে স্যাড আহ্বায়ক জমির উদ্দীন বলেন, চব্বিশের আন্দোলনে তানভীর সিদ্দিকী শহীদ হয়েছে এই বহদ্দারহাটে। বহদ্দারহাট মোড়ে যে চত্বরটা আছে, আওয়ামী ফ্যাসিবাদী যে চিহ্ন আছে, আজ থেকে ঘোষণা দিলাম এই চত্বরের নাম হবে শহীদ তানভীর চত্বর। একাত্তরের বিজয়ের এই দিনে আমরা চব্বিশের বিজয়ের স্তম্ভেরও অস্তিত্ব চাই। তাই সবাই আজ থেকে বহদ্দারহাট চত্বরকে বলবেন ‘শহীদ তানভীর চত্বর’।
এছাড়া আরও বক্তৃতা রাখেন স্যাড দক্ষিণ জেলার আহ্বায়ক খোবাইব হামদান, স্যাড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাঈন উদ্দিন আরাফ, স্যাড চট্টগ্রাম মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সাজিদ সামী চৌধুরী এবং এইচ এম জুবায়ের।
এই আয়োজনের মাধ্যমে স্যাড স্বাধীনতার অর্জনগুলিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করার পাশাপাশি দেশব্যাপী গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য একত্রিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং বহদ্দারহাট চত্বরে শহীদ তানভীর সিদ্দিকীর স্মৃতিফলক স্থাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ