নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সভা শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন; কোথাও আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও আসবেন। এ বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে। মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, সাংবাদিকরাও স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচন সফল হবেই।