আগ্রাবাদে হোটেল রুপালীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে অবস্থিত হোটেল রুপালী ক্যান্টিনে খাবারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, হোটেল রুপালী ক্যান্টিনে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া পোঁড়া তেল এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাবার তৈরি করে তা বিক্রির অপরাধে ওই হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top