আগে ফ্যাসিস্টদের বিচার, তারপর নির্বাচন- নাসির উদ্দিন পাটোয়ারী

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসরদের বিচার না করে নির্বাচন চান না জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাংবাদিকরা তাকে আজ ১৬ ডিসেম্বর সকালে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দেয়া ভাষণে নির্বাচন সম্পর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি একথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এদেশে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের আগে কোনও নির্বাচন হবে না। আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের যারা দোসর রয়েছে। তাদের বিচার আগে হতে হবে। তার আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কারণ, একাত্তরের পরও যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের বিচার এখনও করতে পারিনি। নব্বইয়ে যারা জেহাদকে হত্যা করেছিল, তাদের বিচারও এখনও করতে পারিনি আমরা। নব্বই থেকে একাত্তর আমাদের শিক্ষা, ২৪-এর বিচারের আগে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ২০২৪-এর বিচারের আগে যদি নির্বাচন হয়, তাহলে দুই হাজার শহীদ এবং লাখ লাখ মানুষ, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এজন্য সব দল, মত, পক্ষ, গোষ্ঠীকে আমরা আহ্বান জানাবো, আপনারা বিচারকার্যের জন্য সক্রিয় হন এবং দেশের স্বপ্ন পূরণ করুন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক-দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top