আগামী মাসেই কালুরঘাটে নতুন সেতুর অনুমোদন – রেল সচিব

বোয়ালখালী প্রতিনিধি:  নতুন কালুরঘাট সেতু নির্মাণে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেন, আগামী অক্টোবর মাসে নতুন সেতুর প্রকল্পটি অনুমোদিত হলে অফিশিয়াল কিছু কাজ শেষে ২০২৫ সালে টেন্ডার প্রক্রিয়া করে ২০৩০ সাল নাগাদ সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে কালুরঘাট সেতু এলাকা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, জাপান-কোরিয়ার প্রকল্প গুলো সাধারণত তাদের নির্দিষ্ট সময়ে শেষ করা হয় সেহেতু নতুন সেতু নির্মাণ কাজ স্বাভাবিকভাবে ২০৩০ সালে সম্পন্ন হবে। চলমান সেতুর সংস্কার কাজ পরিদর্শনকালে নানন্দিক ওয়ার্কওয়েসহ সবকটি কাজের ভূয়সী প্রশংসা করেন।

এসময় রেলের চট্টগ্রাম পূর্বাঞ্চলের জি এম নাজমুল ইসলাম বলেন- রেলের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম-দোহাজারী লাইনের রেলটি বন্ধ রয়েছে। আশা করি অচিরেই এ রেলটি চলাচল শুরু হবে। আগামী এক মাসের মধ্যে সেতুর চলমান সংস্কার শেষে রেলের পাশাপাশি গাড়ী চলাচল করবে।

এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, এডভোকেট সেলিম চৌধুরীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/জেএইচ

Scroll to Top