আকবর শাহে পাহাড় কেটে সীমানা প্রাচীর, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় কেটে  সীমানা প্রাচীর নির্মাণ করার অপরাধে মো. ইয়াছিন নামে একজনকে গ্রেপ্তার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর রুপনগর আবাসিক এলাকায় কালীরছড়া সংলগ্ন পাহাড় কাটার সংবাদে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে জানান, মঈন প্রকাশ লাল মহিউদ্দিন নামক জনৈক ব্যক্তির নির্দেশে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজটি করেছেন।

আসামির অপরাধ আমলে গ্রহণ করে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মোবাইল কোর্টে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাহাড় কর্তনের নির্দেশদাতা মঈন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দিয়ে নির্মাণাধীন ইটের দেয়ালটি ভেঙে দেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top