আই আই কর্পোরেশনের সাথে কোডার্স পয়েন্টের চুক্তি সম্পাদন

সিপ্লাস ডেস্ক: জাপানের শেন্টিক্স কর্পোরেশন এবং তাদের বাংলাদেশীয় অঙ্গ প্রতিষ্ঠান আই আই কর্পোরেশনের জন্য ওয়েবসাইট তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান কোডার্স পয়েন্ট।

চুক্তির আওতায় কোডার্স পয়েন্ট আই আই কর্পোরেশনের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করবে, যা প্রতিষ্ঠানের পণ্য ও পরিষেবাগুলি সম্পর্কে তথ্য প্রদান করবে। ওয়েবসাইটটি একটি ব্যবহারকারী-বান্ধব ডিজাইনে তৈরি করা হবে এবং এটিতে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে।

কোডার্স পয়েন্ট ২০২০ সাল থেকেই সুনামের সহিত দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে আসছে। কোম্পানি ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ছাড়াও ডিজিটাল মার্কেটিং সেবা এবং আইটি সাপোর্ট প্রদান করে।

চুক্তির অনুষ্ঠানে শেন্টিক্স কর্পোরেশনের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিও ইসমাইল এবং বাংলাদেশীয় ব্যবসায়িক উন্নয়ন নির্বাহী মারুফ আহমেদ তোহা উপস্থিত ছিলেন। কোডার্স পয়েন্টের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান বিন আব্দুল্লাহ চৌধুরী এবং ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা ইরফান আলম তানিম উপস্থিত ছিলেন।

Scroll to Top