ক্রীড়া ডেস্ক: সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেটে। এর মধ্যেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন ফিল সিমন্স। তার অধীনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের এই অস্থির সময়টাকে মাঠের ক্রিকেটে মনোযোগ দিয়ে পেছনে ফেলতে চান ক্যারিবিয়ান এই কোচ।
আজ শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন সিমন্স। এসময় তিনি বলেন, ‘ভালো দিক হচ্ছে, আমাদের একটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।’ মাঠের বাইরের বিতর্ক সরিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও দেখালেন তিনি, ‘আমরা সামনের কয়েকটা টেস্ট জিততে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগবে।’
সে জন্য সব মনোযোগটা ক্রিকেটেই রাখতে চান সিমন্স, ‘আমি ক্রিকেটে মনোযোগ দিতে চাই। সোমবারের জন্য দলটাকে তৈরি করতে চাই। আমার গত দুই দিনের অভিজ্ঞতা দারুণ। আমরা ক্রিকেটের আশপাশে যে সব দোটানা আছে, তা সরিয়ে সোমবারে মনোযোগ দিতে চাই।’
নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা এই অস্থির সময়ে কাজে লাগাতে চান তিনি, ‘সব অভিজ্ঞতাই আমাকে ছেলেদের সোমবারের জন্য তৈরি করতে সাহায্য করবে। আফগানিস্তান আমাকে ভাষা জটিলতার চ্যালেঞ্জ সামলে কাজ করা শিখিয়েছে। আয়ারল্যান্ডে কাজ করে বুঝেছি কীভাবে তরুণদের গড়ে তুলতে হয়। সব কিছুই এখানে কাজে দেবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর, মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৯ অক্টোবর থেকে দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই দলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলে ১২টিতে হারের বিপরীতে দুটিতে ড্র করেছিল বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা শান্তরা পায় কি না সেটাই এখন দেখার বিষয়।
চাটগাঁ নিউজ/জেএইচ