চাটগাঁ নিউজ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে পর চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্রের খোঁজে পুকুরে জাল ফেলেছে পুলিশ। তাতে কোনো অস্ত্র পাওয়া না গেলেও থানা থেকে লুট হওয়া দুইটি মোটরসাইকেল পাওয়া গেছে। এরপর বিকেলে থানা এলাকার পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
সোমবার সকালে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার এক আসামির কাছ থেকে তথ্য পেয়ে অস্ত্রের সন্ধানে পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় ব্রাহ্মণ পুকুরে জাল ফেলা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘তথ্য ছিল পুকুরের মধ্যে থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন মালামাল আছে। জাল ফেলে পাওয়া গেছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। তবে মোটরসাইকেল দুটি অক্ষত নেই। এগুলো ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।’
জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর নগরের পাড়া মহল্লা থেকে হাজার হাজার মানুষ নেমে আসে। বিভিন্ন সড়ক ঘুরে তারা বিজয় মিছিল ও স্লোগান দিতে থাকেন। সেসব মিছিল থেকে নগরের কোতোয়ালী, সদরঘাট, খুলশী, চান্দগাঁও, পতেঙ্গা, ইপিজেড, ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানায় হামলা ও আগুন দেওয়া হয়। থানাগুলো থেকে অন্তত ৫০০ অস্ত্র লুট হয়। এর মধ্যে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটরসাইকেলের খোঁজ মেলেনি। সেগুলো উদ্ধারে নগরের ইস্পাহানি রেলগেটের উত্তরে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ