পড়া হয়েছে: ৩৩
সিপ্লাস ডেস্ক: নতুন সিনেমায় গাইলেন ইমরান ও কোনাল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
‘প্রেমের সাগর’ মিষ্টি প্রেমের গান উল্লেখ করে কোনাল বলেন, রোমান্টিক সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের লিরিক্স আমার ভীষণ প্রিয়, এর আগেও গেয়েছি। সবসময় তার লিরিক্সে গেয়ে সন্তুষ্ট হয়েছি।
সর্বশেষ ঈশ্বর গানটি দিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন গীতিকার সোমেশ্বর অলি। তিনি বলেন, সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি একটি বেশ রোম্যান্টিক গান।
অচিরেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। ‘দহনকাল’-এ অভিনয় করবেন দুই বাংলার নামী শিল্পীরা। পুরনো দিনের প্রেক্ষাপটে এর শুটিং হবে কুষ্টিয়াসহ বেশ কিছু স্থানে।