চাটগাঁ নিউজ ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ নেয়ার পর ইতোমধ্যে তাদের বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর ভাগ করে দেয়া হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয়ে জানানোর পাশাপাশি নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন তিনি।
বৈঠকের প্রাথমিক আলোচনার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ দপ্তর বণ্টন করা হয়েছে। শুরুতেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করা হবে। পাশাপাশি বিচার কাজ দ্রুত চালু করা হবে এবং হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারের সদস্যদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় (রাষ্ট্রীয় অতিথি ভবন) ডাকা হবে।
নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেয়া সম্ভব না। কারণ, আপনি কি রিফর্ম (পুনর্গঠন) চান সেটি না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আবার রিফর্ম যদি না চান, তাহলে আবার ভিন্ন। সুতরাং, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা পর্যন্ত দায়িত্বে থাকবে অন্তর্বর্তী সরকার।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, তারও বিচার করা হবে। এ সময় শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুলিশের মনোবল ফেরাতে কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়া হবে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে কাজ করবে তার একটি কাঠামোও তৈরি করা হবে।
উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এদিন প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নেন। তবে ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
চাটগাঁ নিউজ/এআইকে