পড়া হয়েছে: ৩২
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে সস্প্রতি অতি বর্ষণে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ৪ শত জনকে জনপ্রতি ২০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কাপ্তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন।
এসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।