পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে লাইনচ্যুত হলে সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। এখন এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ