পড়া হয়েছে: ৩৭
চাটগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করেছেন।
শনিবার (৩০ মার্চ) নগরীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, শনিবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মোহাম্মদ ইউসুফ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের ব্লক ধরা পড়লে রিং পড়ানো হয়েছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপরও বাঁচানো যায়নি ক্রীড়াঙ্গনের সদালাপী এই মানুষটিকে।
চাটগাঁ নিউজ/এসবিএন