সিপ্লাস ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ সদস্যরা সুন্দরবন থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে আটক করেছেন। অপহরণ ও মুক্তিপণ দাবির পাঁচ দিন পর এক অভিযানে অপহরণকারীদের আটক ও অপহৃতের উদ্ধারের ঘটনা ঘটে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে র্যাব-৬ খুলনার সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন দাকোপ উপজেলার সঞ্জয় বাইন (৩৪), মো. গাউস (৩০), মঞ্জুআরা বেগম ময়না (৩৪), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাগেরহাট জেলার রামপালের রবিউল হাওলাদার (৩৩)। তাদের কাছ থেকে মুক্তিপণের ৪০ হাজার টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।