সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে তাছনিকা মঞ্জু নোহা(৮) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলাকুলিপুর গ্রামের মহব্বত আলী হাজ্বী বাড়িতে এ ঘটনা ঘটে। নোহা ওই বাড়ির প্রবাসী মঞ্জুর হোসেনের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী। জানা যায়, আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী তাছনিকা মঞ্জু নোহা দুপুরে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে ঘরের ভিতরে একটি বিষাক্ত সাপ পায়ে দংশন করে।
এসময় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে ডাক্তার নোহাকে মৃত্যু ঘোষণা করেন।