সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সাগর উপকুল ভেসে এলো মৃতদেহ

Facebook
WhatsApp
Twitter
Print

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার ( ৮ আগষ্ট) সকাল ১১টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কদমরসুলস্থ জাহানাবাদ এলাকার পরিত্যক্ত প্রাইম শীপ ব্রেকিং ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ভোরে জোয়ারের পানিতে অজ্ঞাত মৃতদেহটি ভেসে আসলে ইয়ার্ডের গার্ড লাশটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। সীতাকুণ্ড  গাউছিয়া কমিটি মানবিক টিম প্রধান মোঃ মামুনুর রশিদ মামুনের নেতৃত্ব লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে লাশটি ৩/৪ দিনের। বস্ত্রবিহীন লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুর শুক্কুর ঘটনাস্থলে যান।

কুমিরা নৌ পুলিশের এসআই প্রদীপ চন্দ্র দাশ বলেন, জোয়ারের পানিতে একটি অজ্ঞাত যুবকের লাশ ভেসে আসে। গাউসিয়া কমিটির সহায়তায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top