সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ মিললো তিন ঘন্টা পর

Facebook
WhatsApp
Twitter
Print

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ তিন ঘন্টা পর উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং কুমিরা ফায়ার সার্ভিস। রাত দশটার দিকে স্থানীয়রা লাশ দুইটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২) নামে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হন।  উদ্ধার হওয়া শিক্ষার্থী মারুফের বাড়ি কুমিল্লা। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ বিভাগে ছাত্র। এনায়েত চৌধুরীর বাড়ি ভৈরব। সে কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র। তারা উভয়েত তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন।

কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যায়। রাত দশটার দিকে খবর আসে সমুদ্রে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

Scroll to Top