পড়া হয়েছে: ১৯
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২) নামে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। দুইজন কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মারুফের বাড়ি কুমিল্লা আর এনায়েত চৌধুরীর বাড়ি ভৈরব বলে জানা গেছে।
বিষয়টা নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ ফিরোজ ভূইয়া।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থী বিকালে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নামলে সাতার না জানায় দুইজন জোয়ারের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে।