সিডিএ’র প্রকল্পের দুর্নীতি তদন্ত করা হবে- গৃহায়ন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সময়ে সিডিএ যে কাজগুলো অন্যায়ভাবে করেছে সেটা আমাদের দেখতে হবে। দুর্নীতি আমরা অবশ্যই তদন্ত করবো, ব্যবস্থা নেব। এখন নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা এই ব্যাপারে দায়িত্ব নিয়ে সেগুলো নিরসনের চেষ্টা করবেন।

সবচেয়ে যে সমস্যা সেটি হলো জলাবদ্ধতার সমস্যা। দুপক্ষ (সিডিএ-চসিক) মিলিয়ে যদি সমাধানের রাস্তা বের করা যায় তাহলে তো অত্যন্ত ভালো। আমাদের দেখতে হবে চট্টগ্রামবাসীর জন্য কী কী করা যেতে পারে। আমরা শুনেছি পরিকল্পনা তো অনেক ছিল, কিন্তু সবগুলো উল্টাপাল্টা পরিকল্পনা। কোন সুষ্ঠু জনকল্যাণমূলক পরিকল্পনা যেটা মানুষের উপকারে আসবে সেরকম কোন পরিকল্পনা দেখা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্মেলন কক্ষে চউকের চলমান উন্নয়ন ও সামগ্রিক বিষয় সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান ও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এ সভায় উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

 

Scroll to Top