সিঙ্গাপুরে নেওয়া হবে বিএনপি নেতা মোশাররফকে

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার তার ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার মারুফ বলেন, হাসপাতাল থেকে আজ বাবা‌কে বাসায় নেওয়া হয়ে‌ছে। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নি‌চ্ছি আমরা। সে প্রক্রিয়া চলছে। এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি। দুয়েক দিনের মধ্যে তা শেষ হবে।

এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Scroll to Top