সাতকানিয়া বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্যে দিয়ে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩” উদযাপন

শেয়ার করুন

সাতকানিয়া প্রতিনিধি: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৩ জুলাই সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার জনাব আনোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান।জনাব সালাহ উদ্দিন হাসান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জমান, উপজেলা মৎস্য অফিসার সৈকত শর্মা, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইর সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধীজন ও বীরমুক্তিযোদ্ধগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top