সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির  শতাধিক শিক্ষার্থীর উপর লাঠিচার্জ চালিয়েছে পুলিশ।

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে বাইরে অপেক্ষারতদের সাথে পুলিশের এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা রয়েছে।

তবে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছঁড়ে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top