সিপ্লাস ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে।
শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। লৌহজং উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ কায়েস আহমেদ এসব তথ্য জানান।
ট্রলারটিতে ৮০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানিয়েছেন টঙ্গিবাড়ী থানার ওসি মো. রাজিব খান।
তিনি জানান, টঙ্গিবাড়ী উপজেলার ছিলিমপুরের পদ্মার শাখা নদীতে বনভোজনের একটি ট্রলার ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটে।