রাঙামাটিতে খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান

Facebook
WhatsApp
Twitter
Print

রাঙামাটি  প্রতিনিধি: রাঙ্গামাটিতে দেশের ফটো সাংবাদিকদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল পোট্রেট নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশের খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধিত আলোকচিত্রীরা হলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সদস্য রয়টার্সের এ বিএম রফিকুল ইসলাম ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন ।

আজ রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত দেশেরর ফটো সাংবাদিকদের এক সন্মেলন অনুষ্ঠানে রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী দুই ফটো সাংবাদিকের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎহোসেন রুবেলের সভাপতিত্বে এবং অনলাইন পোট্রেট নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক রুপম চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো : আকবর হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আন্তর্জাতিক খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, আলোকচিত্র সাংবাদিক এ কে এম মহসিন, রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়নগঞ্জ, রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ও বান্দরবানের ২০ জন আলোকচিত্রী সাংবাদিক অংশ নেন।

Scroll to Top