রাউজানে নৌকা উল্টে পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: রাউজানের হালদা নদীর শাখা খালে নৌকা উল্টে নিখোঁজ শাহেদ হোসেন বাবু’র (৩৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মদুনাঘাট এলাকার ছায়াচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজুল হাছান গণমাধ্যমকে বলেন, ভোর ৪টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে হালদা নদীর ছায়াচর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি।

শাহেদ হোসেন বাবু উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিআইপি এস এম ইউসুফের ছেলে।

এর আগে গত সোমবার বিকেল ৫টার দিকে বন্যায় ডুবে যাওয়া নিজের খামার দেখতে যান শাহেদ। পরে সন্ধ্যা ৭টায় নৌকা নিয়ে ফেরার পথে উপজেলার উরকিরচর বাড়িঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও কোনও খোঁজ পায়নি।

Scroll to Top