মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-১ আসন মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এজেন্ট অপহরণের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ৮টার মিরসরাইয়ের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্রে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেনকে কেন্দ্রে যাবার পথে তুলে নিয়ে আটকে রাখে নৌকা মার্কার প্রার্থী রুহেলের কর্মী ফারুক। অপহৃত এজেন্টকে ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সির নিজ বাসভবনের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। গিয়াসউদ্দিন নিজেই তাদের তথ্য পেয়ে খুঁজে বের করেন।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় ইউএনও মাহফুজা জেরিন ও স্থানীয় থানার ওসি সহিদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে জানানো হয়েছিল। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top