পড়া হয়েছে: ৩৮
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ মিঠুন সর্দার (৩৭) নামের এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্দার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মিঠুন পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের গরৈলা টেক সদ্দার পাড়ার পুলিন সর্দারের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, উত্তর সর্দার পাড়ায় একটি চায়ের দোকানের পিছনে পুকুর পাড়ে মিঠুন সর্দার মদ বিক্রি করছিলো। এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামীর হেফাজত থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে । এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি