বোয়ালখালীতে আইডিএফ কৈশোর কর্মসুচি সাংস্কৃতিক- ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Facebook
WhatsApp
Twitter
Print

বোয়ালখালী প্রতিনিধি: লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অবশ্যই প্রয়োজন। শরীর  সুস্থ থাকলে মন সুস্থ থাকে। বোয়ালখালীতে কিশোর -কিশোরীদের নিয়ে আইডিএফ কৈশোর কর্মসুচি সাংস্কৃতিক -ক্রীড়া চুড়ান্ত  প্রতিযোগীতা উপজেলা পর্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

আইডিএফ কর্তৃক আয়োজিত ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপ-নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন  সভাপতিত্বে ও আজমা সাদেকা ছাবা’র সঞ্চানালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম, জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পূর্ব কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া। বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, কৈশোর কর্মসুচি আইডিএফ কো-অর্ডিনেটর ও ফোকাল  মহিউদ্দীন কায়সার চৌধুরী, কধুরখীল ইউনিয়ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি  লিটন ধর, জগদানন্দ মিশনের সাধারণ সম্পাদক পার্থ স্বারতী চৌধুরী প্রমুখ।

৯ টি ইউনিয়ন নিয়ে অনুষ্ঠিত, দাবা, চিত্রাংকন (ক), (খ) হাতপা্ঞ্জা ও ফুটবল, ইউনিয়ন বিজয়ী উপজেলা পর্যায়ে ফাইনাল ফুটবল ফাইনাল খেলায় শাকপুরা বনাম আমুচিয়া ইউনিয়ন পর্যায়ে খেলায় ৬ গোলে আমুচিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

Scroll to Top