বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি ডি ককের

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি ছিল ৮৩ বলে, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৯০ বলে। টানা দ্বিতীয় ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।

ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে আছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ১৭৭ রান।

আজ অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের অসহায়ত্ব বের করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। কুইন্টন ডি কক আর টেম্বা বাভুমার জুটি ভাঙতেই রীতিমত গলদঘর্ম হতে হয়েছে অসিদের।

১৭.৪ ওভারে জুটিতে শতরান পূর্ণ করেন ডি কক-বাভুমা। অবশেষে ২০তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওপেনিং জুটিতে ধীরগতির ছিলেন বাভুমা। তার উইকেটটিই তুলে নেন ম্যাক্সওয়েল। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন বাভুমা (৫৫ বলে ৩৫)।

এরপর অবশ্য ফন ডার ডুসেনকে ইনিংস বড় করতে দেননি অ্যাডাম জাম্বা। ৩০ বলে ২৬ করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার।

Scroll to Top