পড়া হয়েছে: ২২
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের বিস্তীর্ণ বিলের মাঝখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সোয়া ৩টার কোদাল কাটা এলাকায় মরদেহটি উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চাটগাঁ নিউজবে বলেন, মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে কোদাল কাটার বিস্তীর্ণ বিলের মাঝখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০-১৫ দিন আগে অজ্ঞাত পরিচয়ের আসামিরা তাকে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখে দিয়েছিল।
চাটগাঁ নিউজ/এমআর