বিয়ে করলেন পেসার হাসান মাহমুদ

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: বিয়ে করলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। পারিবারিকভাবে ছোট পরিসরে তার বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন লক্ষ্মীপুর এক্সপ্রেস খ্যাত এই পেসার।

ছোট পরিসরে বিয়ে সম্পন্ন হলেও পরবর্তীতে বড় অনুষ্ঠান করবেন হাসান। বিয়ে উপলক্ষে লক্ষ্মীপুর থেকে তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করেছেন।

বিয়ে উপলক্ষে ঢাকায় আসা হাসানের বাবা মোহাম্মদ ফারুক শের-ই-বাংলায় আসেন ছেলের অনুশীলন দেখতে। সঙ্গে ছিলেন দুই নাতিও। অনুশীলন চলাকালীন গ্র্যান্ড স্ট্যান্ডের তাসকিন আহমেদ-ইবাদত হোসেনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় হাসানের বাবাকে। ছবি তুলে দেন হাসান নিজেই।

২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেন হাসান। এরপরে ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ইনজুরির কারণে লম্বা সময় ছিলেন বাইরে। এরপর ফিরে হাসান খেলছেন দুর্দান্ত। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান নিয়েছেন সমান ১৮টি উইকেট করে।

Scroll to Top