পড়া হয়েছে: ২৭
চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়া বাসের ধাক্কায় আরফাতুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩ টার সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আরফাতুল ইসলাম পৌরসভা ১ নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকায় মৃত আবু তাহেরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক কাউন্সিলর আবদুল খালেদ চাটগাঁ নিউজকে জানান, নিহত আরফতুল মোটর সাইকেল নিয়ে বাড়ির রাস্তা দিয়ে ডোকার সময় কক্সবাজার মুখী বাস ধাক্কা মারে।পরে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল নেওয়ার সময় গাড়িতে মৃত্যু হয়।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমআর