পড়া হয়েছে: ৭০
চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে শুক্রবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই চলছে।
চাটগাঁ নিউজ/এসএ