বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ আহত ২

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে প্রধান সড়কে সিএনজি অটোরিকশা ও অজ্ঞাত একটি গাড়ির সংঘর্ষে ড্রাইভারসহ ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় বাঁশখালী সাধনপুর সাহেবের হাটের দক্ষিণে টেইলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গুনাগরী খাসমহল সিএনজি স্টেশন থেকে প্রতিদিনের ন্যায় যাত্রী নিয়ে উত্তর দিকে যাওয়ার সময়, দক্ষিণ সাধনপুর টেইলাপাড়া নামক স্থানে যাত্রী নামানোর মূহুর্তে দক্ষিণ দিক থেকে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি সিএনজি অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। যারফলে যাত্রীসহ সিএনজি টি পাশের বিলে পড়ে যায়। এতে গাড়িতে থাকা এক যাত্রী ও সিএনজি ড্রাইভার গুরুতর আহত হয়। এদিকে অজ্ঞাত গাড়িটি উত্তর দিকে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম সাধনপুর জেলে-পাড়া এলাকার মৃত হরিপদ দাশের পুত্র সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার সুনিল দাশ এবং অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার অবস্থা গুরুতর হওয়ায় ঘটনাস্থল থেকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে আহত সিএনজি ড্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে গুনাগরী বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

Scroll to Top