পড়া হয়েছে: ৪১
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি বন্ধ ইটভাটা খোলার প্রচেষ্টা করায় প্রশাসনের অভিযানে পুনরায় বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৬৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মহিউদ্দিনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
ইউএনও বলেন, আমরা জানতে পেরেছি যে, ভালুকিয়া এলাকার এ ইটভাটাটি গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এটা খোলার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ হতে সেটা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমএসআই