ফিটনেস পরীক্ষায় প্রথম হলেন শান্ত

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তের অন্যতম সেরা তারকা নাজমুল হোসেন শান্ত ফিটনেসেও ছাড়িয়ে গেলেন সবাইকে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় ক্রিকেটারদের ‘ইয়ো ইয়ো টেস্ট’ নেওয়া হয়। সেই পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে প্রথম স্থান অর্জন করেছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়েও বেশি স্কোর করেছেন তিনি।

বিশ-বাইশজনের মতো ক্রিকেটার আজকের ‘ইয়ো ইয়ো টেস্টে’ অংশ নিয়েছিলেন। মূলতঃ ক্রিকেটারদের ফিটনেস কোন পর্যায়ে আছে- তা দেখতেই এই পরীক্ষা নিচ্ছে বিসিবি। যার মানদণ্ড ছিল ১৮.৬। সেই মানদণ্ড ছাড়িয়ে ১৯.৫ স্কোর করেছেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব করেছেন ১৯.৩ স্কোর। বাকিরা ১৭ থেকে ১৮ এর মধ্যে স্কোর করেছেন বলে জানা গেছে। 
জাতীয় দলের ট্রেনার নিক লি সাংবাদিকদের বলেছেন, ‘সবার পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল।

তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’
Scroll to Top