পেছাতে পারে আইফোন-১৫ বাজারে আসার দিন

শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: আইফোনের ঐতিহ্য অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয় নতুন সংস্করণ। নতুন সংস্করণ উন্মোচনের কিছুদিন পরই বিক্রির জন্য তা বাজারে ছাড়া হয়। কিন্তু উৎপাদন সংক্রান্ত কিছু সমস্যার কারণে আইফোন-১৫ এর বাজারে আসার দিন পেছাতে পারে।

আইফোনের ঐতিহ্য অনুসারে সেপ্টেম্বর মাসে বাজারে আসার কথা আইফোন-১৫। তবে নির্দিষ্ট সময়ের এক মাস পর বাজারে আসতে পারে আইফোন-১৫। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, আইফোন-১৫ এবং ১৫ ম্যাক্সের বিভিন্ন অংশ সংযোজনজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এদিকে, ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫ বছরের শেষ চতুর্থাংশে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়া হতে পারে।

উল্লেখ্য, এর আগেও করোনা মহামারির সময়ে আইফোন-১২ বাজারে আসতে সময় লেগেছিল। আবার আইফোন ১৪ প্রো ম্যাক্সে এলজি ডিসপ্লে ব্যবহার করার ফলে তার শিপিংও একটু দেরিতে হয়েছিল।

ধারণা করা হচ্ছে, আগের তুলনায় এবার অ্যাপল সবচেয়ে বড় বাজেটের আইফোন বাজারে আনতে যাচ্ছে।

Scroll to Top