সিপ্লাস ডেস্ক: মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, মঙ্গলবার (৬ মার্চ) ভোরে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল বলে জানানো হয়। ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং দুই ডজনেরও বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।