পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে হামিদ শিকদার (রনি) কে সভাপতি ও আবদুল্লাহ আল রিফাত কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও তানভীর ইসলামকে সহ-সভাপতি, ইমাম উদ্দীন জিসানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পটিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।