চাটগাঁ নিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন। সব ধরণের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে শুক্রবার সকালে। তবুও থেমে নেই গোপন তৎপরতা। নির্বাচনকে কেন্দ্র করে পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে মধ্যম মেহেরআর্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।
তারা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মো. আজাদ (২৪) ও তার চাচাতো ভাই মো. ইলিয়াছ (২০)।
স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে এলাকায় টাকা বিলি করতে গিয়ে জনতা দুইজনকে আটক করেন। এ সময় আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।
চাটগাঁ নিউজ/এসএ