চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর রিক্সা ও প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে রিক্সা চালক ও এক মহিলা কার চালক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ী বিএনপি পার্টি অফিসের সামনে এমন ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই সেলিম বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসেছি। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। তাছাড়া গাড়িটি থানার হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাজীর দেউরী থেকে লাভ লেইনের দিকে যাচ্ছিল কারটি। ঐদিকে উল্টো পথে আসছিল রিক্সাটি। পার্টি অফিসের সামনে কার ও রিক্সা মুখামুখি সংঘর্ষ হয়। রিক্সায় যাত্রী না থাকায় রিক্সাচালক ছাড়া অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে মহিলা কার চালকটি আহত হলে তাদের দুইজনকে দ্রুত চমেকে নিয়ে যাওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন