নগরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Facebook
WhatsApp
Twitter
Print

নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানাধীন তুলাতলী মালিপাড়ায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে মালিপাড়া বিচ্ছুনির ঘরের সামনে পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. জামশেদ (২৫) এর হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। তার তথ্যের ভিত্তিতে ভোররাত পর্যন্ত পুনরায় সিআরবি রেলওয়ে অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এফ-২৭ আউট হাউস এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আরশাদ উল্লাহ (৫২) ও মো. সাজিদ (২৭) পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামি মো. সাজিদ (২৭) এর বাসা তল্লাশি করে আরও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Scroll to Top