পড়া হয়েছে: ২৬
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সফিকুল ইসলাম চট্টগ্রামের পটিয়া থানাধীন ভাটিখাইন এলাকার মৃত মোহাম্মদ বদিউর রহমানের ছেলে।
ওসি বলেন, অভিযান চালিয়ে নগরের চাক্তাই এলাকা থেকে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: সফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমআর