পড়া হয়েছে: ২৫
চাটগাঁ নিউজ ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানার অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল খাতুনগঞ্জের আমির আলি রোডের আব্দুস সালামের পুত্র মো. ওয়াহিদ। আরেকজন একই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর।
বুধবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার সময় কোতোয়ালী থানাধীন বক্সির হাট পুলিশ ফাঁড়ির এসআই রনি তালুকদার ও এএসআই দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমআর