পড়া হয়েছে: ২১
সিপ্লাস ডেস্ক: দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দিনাজপুরে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় ও মোনাজাত করা হয়েছে। বুধবার সকাল ৯টায় শহরের নিউটাউন মিতালী মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ নামাজে নিউটাউন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারও স্থানীয় মুসল্লি অংশ নেন। এছাড়াও বিশ্বে মুসলিম শান্তি কামনায় দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন উপশহর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ওলিউল্লাহ সিরাজি।
গত দুই সপ্তাহ ধরে টানা দাবদাহে পুড়ছে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা। সেই সঙ্গে দেখা নেই বৃষ্টির। বেশ কয়েক দিন ধরে এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।