সিপ্লাস ডেস্ক: বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে এ আহ্বান জানান তিনি।
এ সময় কৃষক-শ্রমিক রাস্তায় নেমে এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল বের করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে আপনারা মিছিল করবেন। এই মিছিলের মধ্য দিয়ে আপনারা আপনাদের দাবিগুলোকে তুলে ধরবেন।